19 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চীনের ৩০ যুদ্ধবিমানের টহল তাইওয়ানের আকাশে

চীনের ৩০ যুদ্ধবিমানের টহল তাইওয়ানের আকাশে

চীনের ৩০ যুদ্ধবিমানের টহল তাইওয়ানের আকাশে

বিএনএ, বিশ্বডেস্ক : তাইওয়ানের আকাশে চীনের অন্তত ৩০টি যুদ্ধবিমান টহল দিয়েছে বলে জানিয়েছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার চীনের যুদ্ধবিমানগুলো তাদের আকাশে অনুপ্রবেশ করেছিল।

চীনের যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে দেশটি নিজেদের যুদ্ধবিমান উড্ডয়ন করায়। চীনের সর্বশেষ কর্মকাণ্ড নজরদারি করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করে তাইপে।

এর আগে গত ২৩ জানুয়ারি চীনের ৩৯টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে তাইপে সে সময় দাবি করেছিল। ঐ ঘটনার পর এবারই প্রথম চীনের যুদ্ধবিমানের বড় বহর তাইওয়ানের আকাশে প্রবেশ করল।

তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলেই মনে করে চীন। তবে আমেরিকা তাইওয়ানকে নিয়মিত অস্ত্র সরবরাহ করছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়োজনে সামরিক পন্থায় তাইওয়ানকে রক্ষা করা হবে বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই বক্তব্য পরিবর্তন করেন। বাইডেন তার বক্তব্য পাল্টালেও আমেরিকা বাস্তবে একচীন নীতি অগ্রাহ্য করে তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে।

চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের অসন্তোষের বিষয়টি জানাতে তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের বড় বহর পাঠাচ্ছে। এভাবে তাইপের পুরনো যুদ্ধবিমানবহরকে নিয়মিতই চাপে রাখছে বেইজিং। বেইজিং প্রয়োজনে তাইওয়ানে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ