14 C
আবহাওয়া
১১:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ব্যাপক সাড়া ফেলেছে ‘লাল সিং চাড্ডা’

ব্যাপক সাড়া ফেলেছে ‘লাল সিং চাড্ডা’

লাল সিং চাড্ডা

বিনোদন ডেস্ক:  আমির-কারিনার ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ট্রেইলার ভারতে মুক্তি পেয়েছে। যেখানে দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। প্রকাশিত ট্রেইলারে তারই এক ঝলক দেখা গেছে।

ট্রেইলারটি মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে ‘লাল সিং চাড্ডা’। ২৪ ঘণ্টা না পেরুতেই এর ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৭১ লাখের বেশি। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। নিজের চরিত্রে নিয়ে আমির খান বলেন—‘‘এই চরিত্রটিকে যে কেউ ভালোবাসবেন। ‘লাল সিং চড্ডা’ ভীষণ সরল, যেকোনো বিষয়কে একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে সে। এই চরিত্রটি মুহূর্তের মধ্যে অন্যের সঙ্গে সংযোগ স্থাপন করে ফেলে। চরিত্রটিতে যদি আমি খুব বাজে অভিনয় করে থাকি তাহলে বিষয়টা অন্যরকম হবে। চরিত্রটি এমনই মজবুতভাবে লেখা যে আপনি দেখামাত্রই প্রেমে পড়ে যাবেন।’’

আমির খান ও কারিনা কাপুর
আমির খান ও কারিনা কাপুর
বলিউডের নায়ক আমির খানের সাথে জুটি বেধেছে কারিনা কাপুর।এই জুটির নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’।
নানা জটিলতায় পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
‘লাল সিং চাড্ডা’এ র একটি দৃশ্য
‘লাল সিং চাড্ডা’এ র একটি দৃশ্য

পরিচালক অদ্বৈত চন্দন নির্মাণ করেছেন ‘লাল সিং চাড্ডা’। তিনি জানান, ভারতের প্রায় ১০০টি লোকেশনে হয়েছে এই ছবির শুটিং হয়েছে। তুরস্কেও সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম।

বিএনএনিউজ২৪, রিপন রহমান খান ,জিএন

Loading


শিরোনাম বিএনএ