বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার রেজিস্ট্রেট রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাত কামাল’ গ্রুপের সদস্যরা ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের বাড়িতে হামলা চালিয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন ব্যবস্থাপনা কমিটির সদস্যের ভাই ও বোন।
শুক্রবার ভোরে ‘ডাকাত কামাল, গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ আলম লালা, সাদ্দাম হোসেন সহ ৮/১০ অস্ত্রধারী ক্যাম্প কমিটির সদস্য সৈয়দ আহমদ (৫২) এর ঘরে এ হামলা চালায়।
এতে আহত মো. রফিক (২৭) ও রোজিনা আক্তার (৩২) কে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য এপিবিএন এর ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ড. হাসান বারী নূরের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এর এইচ ব্লকে সৈয়দ আহমদের ঘরে ৮/১০ অস্ত্রধারী সন্ত্রাসীরা আনুমানিক ৮/১০ রাউন্ড গুলি বর্ষণ করে। এসে ২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে নানাভাবে জেনেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেন নি।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, এর সাথে জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ১৮ টি হত্যাকাণ্ড হল। চলতি মার্চে খুন হয়েছে ৯ জন।
বিএনএ/ শাহীন, ওজি
Total Viewed and Shared : 110