17 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


বিএনএ, জাবিঃ প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জমায়েত হয় শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় প্রায় ৩০ মিনিট মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে।

অবরোধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন,’ আমাদের প্রথম দাবি সংবাদিক শামসুজ্জামানকে নিশর্ত মুক্তি দিতে হবে ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা পত্যাহার করতে হবে। এছাড়ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে ও মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই সকল দাবিতে আজকে আমরা এই অবরোধ কর্মসূচি পালন করছি।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তিক বলেন, ‘পুরো একটি দিন একটা দিন একজন গণমাধ্যম কর্মী নিখোঁজ। নিখোঁজ অবস্থায় তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, তার জানমালের নিরাপত্তা কে দিচ্ছিলো, কীভাবে দিচ্ছিলো আমরা তার কিছুই জানি না। সরকার, সিআইডি, পুলিশ সবাই মিলে আমাদের সাথে চোর পুলিশ খেলছিলো। যখনই আমরা সত্য কথা বলেছি, যখনই আমরা আমাদের অধিকারের কথা বলেছি, যখনই আমরা আমাদের স্বাধীনতার কথা বলেছি তখনই আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এখন আবার সাংবাদিক শামসুজ্জামান সামস্ তাদের কর্তব্য যথাযথ পালন করার কারণে আজ জেল জুলুমের শিকার হচ্ছে। যদি একটা দেশের গণমাধ্যম কর্মীদের এত ভয়ে দিন কাটাতে হয় তাহলে ওই দেশের স্বাধীনতা কোথায় সেটা আজ প্রশ্নের বিষয়।’

এ সময় শিক্ষার্থীরা রোববারের  মধ্যে সাংবাদিক শামসুজ্জামান শামস কে মুক্তি না দিলে আরো কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন।

পুলিশের এএসপি বলেন, ‘শিক্ষার্থী যেন শান্তিপূর্ণভাবে তাদের কাজ করতে পারে সেজন্য যথাসম্ভব নিরাপত্তা জোরদার করার চেষ্টা করেছি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটার দিকেও খেয়াল রাখা হচ্ছে।’

এ বিষয়ে জাবি প্রক্টর আ স ম বলেন, ‘আমরা জানতে পেরেছি আমাদের শিক্ষার্থী রাস্তা অবরোধ করেছে। সাথে সাথে সেখানে গিয়েছি যাতে তাদের সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেখানে গিয়ে রমজানের দিনে জনমানুষের দুর্ভোগের কথা বিবেচনা করতে বলায় তারা বিবেচনায় নিয়ে অবরোধ উঠিয়ে নিয়েছে। অবরোধের ইস্যুটা যেহেতু রাষ্ট্রীয়, রাষ্ট্রই এটার সমাধান করবে। আইনসম্মতভাবেই সমাধান হবে।’

বিএনএ/ সানভীর,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ