বিএনএ, চট্টগ্রাম : দৈনিক যুগান্তর পত্রিকার এক সাংবাদিকের বিরুদ্ধে বন্দর নগরী চট্টগ্রামে সাইবার ট্রাইবুনাল আইনে মামলা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি করা হয়।
মামলায় অভিযুক্ত করা হয়েছে, দৈনিক যুগান্তরের ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার মাহাবুবুল আলম বাবলুকে।
আদালত পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ইউনিটকে এ মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৩ মার্চ যুগান্তরে সিআরবি নিয়ে প্রকাশিত সংবাদে হেলাল আকবর চৌধুরীকে নিয়ে মিথ্যাচার করা হয়।
পরদিন অভিযুক্ত সাংবাদিক তার ফেসবুকে প্রতিবেদনটি শেয়ার করেন। প্রতিবেদনটিতে বাদীকে ‘দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার’ হিসেবে উল্লেখ করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম।