বিএনএ, ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। দিনের প্রথম সেশনে উইকেটবিহীন ছিল প্রোটিয়ারা। দিন শেষে চার উইকেট হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানে আলোর স্বল্পতায় ১৩.১ ওভার আগেই শেষ হয় দিনের খেলা। ৭৬.৫ ওভার ব্যাট করে ২৩৩ রান তোলে স্বাগতিকরা।
চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়া দলের হাল ধরেন বাভুমা। ১১৯ বলে ৫৩ রানে অপরাজিত আছেন তিনি। আর সঙ্গী কাইল ভেরেইনা টিকে আছেন ৬৪ বলে ২৭ করে।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে প্রোটিয়ারা। প্রথম সেশনে বিনা উইকেটে আসে ৯৫ রান। দ্বিতীয় সেশনে ৩ উইকেটে আসে ৭০ আর শেষ সেশনে ১ উইকেটে আসে ৬৮ রান।
পঞ্চম উইকেটে জুটিতে এসে গেছে ৫৩ রান। ফলে কিছুটা চিন্তা বেড়েছে বাংলাদেশের। ভেরেইনাকে নিয়ে প্রোটিয়াদের আশা দেখাচ্ছেন বাভুমা।
দ্বিতীয় দিনের প্রথম সেশন দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। স্বাগতিকদের চাপে রাখতে শুরুতেই উইকেট প্রয়োজন বাংলাদেশের।
ডারবান টেস্ট; প্রথম দিন শেষে স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৭৬.৫ ওভারে ২৩৩/৪ (এলগার ৬৭, এরউইয়া ৪১, পিটারসেন ১৯, বাভুমা ৫৩*, রিকলটন ১৯, ভেরেইনা ২৭*)
বাংলাদেশ: তাসকিন ০/৫৮-০, ইবাদত ১/৫৮, খালেদ ১/৪৯, মিরাজ ১/৫৭, মুমিনুল ০/৮
বিএনএ/ এ আর