22 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে শূন্যে নামল করোনা শনাক্ত

চট্টগ্রামে শূন্যে নামল করোনা শনাক্ত


বিএনএ, চট্টগ্রাম : দুই বছর পর চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত শূন্যের কোঠায় নামল।করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়। ওই বছরের ৯ এপ্রিল প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রাম সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জন। এছাড়া করোনায় ১ হাজার ৩৬২ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় মাত্র ৩৭২টি।

করোনার শুরু থেকে চট্টগ্রামে মাত্র একটি মাত্র ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে ১৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে৷

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ