বিএনএ, ঢাকা : রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ ছাত্র আহত হয়েছেন। বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন- মো.কায়েস (২৩), জসিম উদ্দিন (২৩), মোহাম্মদ সুৃৃজন (২৪), খোকন (২৩), রুবেল (২৪), মামুন (২৩), শিহাব(২২), কবির হোসেন সুজন(২২), সুরুজ(২৪), রাসেল(২৩), মেহেদী (২৪), মাসুদ (২৩), জহিরুল (২৪), নিয়ন (২৩)ও মামুনুর রশিদ (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৫ জন ছাত্র আহত অবস্থায় জরুরি বিভাগে আসেন। তাদের কয়েক জনের হাতে ও পায়ে আঘাত রয়েছে।তবে তাদের অবস্থা গুরুতর না।
তিনি আরও জানান, আহতরা কোন কলেজের ছাত্র এটা এখনো জানা যায়নি। সংঘর্ষের বিষয়ে কথা বলতে গেলে আহতদের কেউ কথা বলতে রাজি হয়নি।এদিকে বুধবার (৩০ মার্চ) রাতে দিকে ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কী কারণে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এখনো তা পুলিশ জানাতে পারেনি।
ঘটনাস্থল থেকে হাসপাতালে আসা এক ব্যক্তি জানান, সংঘর্ষের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।