25 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লা কারাগারে মাদকসহ কারারক্ষী আটক

কুমিল্লা কারাগারে মাদকসহ কারারক্ষী আটক

কুমিল্লা কারাগারে মাদকসহ কারারক্ষী আটক

বিএনএ, কুমিল্লা : কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদকসহ এক কারারক্ষীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার ভোরে তাকে আটক করা হয়। আটক কারারক্ষী রোমান ভুইয়া চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহাজাহান ভূঁইয়া ও রহিমা বেগমের ছেলে।

কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আসাদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোর ৬টার দিকে শিফট পরিবর্তনের সময় ডিউটিতে আসেন কারারক্ষী রোমান ভূঁইয়া। কারাগারের ভেতরে প্রবেশ করার মুহূর্তে চেক করার সময় তার কাছে প্যান্টের ভেতর বিশেষ ব্যবস্থায় পায়ের সঙ্গে লাগানো দুটি মোবাইল ফোন পাওয়া যায়। কারাবিধি অনুযায়ী এটি বিশেষ অপরাধ। পরে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

আটক করার পর তাকে নিয়ে তার রুমে তল্লাশি করলে তার ব্যবহৃত ট্রাঙ্কের ভেতর থেকে ৪ প্যাকেট গাঁজা ও আরো ৫টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।কারারক্ষী রোমন ভূঁইয়া ২০১৮ সালের ১ জুলাই কারারক্ষী হিসেবে চাকরিকে যোগদান করেন।

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি টাকার বিনিময়ে বন্দিদের কাছে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছেন।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ