বিএনএ, ঢাকা :করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় একুশে বইমেলা ২০২১ সময়সূচির পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে মেলা।শুরু থেকে এ সময় ছিল বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।বুধবার(৩১ মার্চ)দুপুরে বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অমর একুশে বইমেলা ২০২১ -এর সময়সূচিতে আজ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
বহু বছর ধরে বইমেলা সাধারণত শুরু হয় প্রতি বছরের ১ ফ্রেব্রুয়ারি থেকে। কিন্তু এবার করোনা মহামারির কারণে মেলা শুরু হয়েছে ১৮ মার্চ থেকে। মেলা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবার ১৫ লাখ বর্গফুট এলাকাজুড়ে মেলার আয়োজন করা হয়েছে।মাস্ক পরা ছাড়া মেলা প্রাঙ্গণে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি প্রবেশ দ্বারে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা।
বিএনএ/ ওজি