বিএনএ ফেনী, প্রতিনিধি : ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজ্জামানসহ প্রশাসনের ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অন্য দুই জন হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম।এখন তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ প্রসঙ্গে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম মাসুদ রানা সাংবাদিকদের জানান, সরকারি এই ৩ কর্মকর্তাকে হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা ভালো আছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২৩ মার্চ অসুস্থ বোধ করেন ফেনী জেলা প্রশাসক। বিষয়টি তিনি স্বাস্থ্য বিভাগকে জানালে তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। রিপোর্ট করোনা পজিটিভ আনে। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি ।
এরপর গত রোববার (২৮ মার্চ) অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী অসুস্থতাবোধ করলে নমুনা পরীক্ষা দিলে তারও করোনা পজিটিভ আসে।এছাড়া, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা পরীক্ষার করালে তার রিপোর্টও পজিটিভ আসে।
বিএনএনিউজ২৪/আরকেসি