20 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে জেএসএস কমান্ডারকে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে জেএসএস কমান্ডারকে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে জেএসএস কমান্ডারকে গুলি করে হত্যা

বিএনএ রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিশ্ব চাকমা ওরফে যুদ্ধ চাকমা নামে সংস্কারপন্থী জেএসএসর এক সামরিক কমান্ডাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।মঙ্গলবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে বাঘাইছড়ির বাবুপাড়া এলাকায় সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালনের সময় গুলিতে  নিহত হন তিনি।

সংস্কারপন্থী জেএসএস’র দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিহত যুদ্ধ চাকমা চার বছর আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে অস্ত্র নিয়ে পালিয়ে এসে সংস্কারপন্থী জেএসএস এমএন লারমা দলে যোগ দেন। পরবর্তীতে তাকে সংগঠনটির বাবু পাড়া এলাকার সামরিক কমান্ডারের দায়িত্ব দেয়া হয়। প্রতিদিন রাতে তার নেতৃত্বেই এলাকায় সামরিক টহল দিত একদল সশস্ত্র সন্ত্রাসী।এর ধারাবাহিকতায় সশস্ত্র অবস্থায় ডিউটিতে থাকাকালীন  সহকর্মী সুজন চাকমা মঙ্গলবার রাত আড়াইটার দিকে যুদ্ধ চাকমাকে গুলি করে পালিয়ে যায়।যুদ্ধ চাকমাকে হত্যার পর সুজন  একটি অত্যাধুনিক এম ফোর রাইফেল ও একটি একে-৪৭ রাইফেল নিয়ে গেছে বলে দাবি করা হয়।

এদিকে, এই ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ