25 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার কামারপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হুমায়ুন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কাঁচাবাজারে দিনমজুরের কাজ করতেন।বুধবার(৩১ জানুয়ারি) দুপুর সোয়া ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সাইফুল ইসলাম জানান, ‘আমরা সবাই কারওয়ান বাজার এলাকায় থাকি। সে কারওয়ান বাজার এলাকায় কাঁচাবাজারে দিনমজুরের কাজ করত। বুধবার দুপুরের দিকে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘বর্তমানে সে কারওয়ান বাজার এলাকায় ভাসমান হিসেবে থাকত। আমরা শুধু তার নাম জানি; বিস্তারিত ঠিকানা বলতে পারছি না।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ