29 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ইসরাইল যুদ্ধ বিরতিতে সিরিয়াস নয়!

ইসরাইল যুদ্ধ বিরতিতে সিরিয়াস নয়!

ইসরায়েলি প্রধানমন্ত্রী ৭১ বছর বয়সি বেনিয়ামিন নেতানিয়াহু

ইসমাত মনসুর, ইসরায়েলি বিষয়ক ফিলিস্তিনি গবেষক বলেছেন যে, অনেক লক্ষণ দেখে এই উপসংহারে পৌঁছানো যায় যে, ইসরাইল যুদ্ধ বিরতিতে সিরিয়াস নয়। তাদের লক্ষ্য গাজাসহ ফিলিস্তিনকে চিরতরে পঙ্গু করে দেয়া। হামাসের নিকট জিন্মি ইসরাইলীদের মুক্তির জন্য সে দেশে যতই আন্দোলন, বিক্ষোভ হোক না কেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তা তোয়াক্কা করেন না।

বন্দীদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিরোধিতা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির এবং উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী স্মোট্রিচ। এ জন্য তিনি বেন-গভিরের সরকার ছাড়ার হুমকি দিচ্ছেন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিবৃতি যেখানে তিনি বলেছেন যে, তিনি হাজার হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবেন না, যুদ্ধ বন্ধ করবেন না বা গাজা থেকে সেনাবাহিনীও প্রত্যাহার করবেন না।

ইসমাত মনসুর  একটি সংবাদ মাধ্যমকে বলেন, “এই সমস্ত পদক্ষেপ এবং বিবৃতি সফল আলোচনার আশাকে ম্লান করে দেয় এবং প্রমাণ করে যে এতে ইসরায়েলি গুরুত্ব নেই।” “এটা স্পষ্ট যে নেতানিয়াহু জোটে ডানপন্থীদের জয় করার চেষ্টা করছেন।

“নেতানিয়াহু ডানপন্থীদের সাথে সংঘর্ষ করতে চান না, কারণ তিনি বুঝতে পারেন যে তার সরকার তাদের ওপর নির্ভরশীল।” সূত্র : আল জাজিরা।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ