25 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে

বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে

হাথুরুসিংহে

বিএনএ: দুই বছরের জন্য ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রধান কোচ হলেন শ্রীলঙ্কার চান্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের হয়ে আবারও কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বলে জানিয়েছেন হাথুরুসিংহে। বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলকে কোচিং করাতে পারার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। যখনই বাংলাদেশে এসেছি, এখানকার মানুষদের উষ্ণতা ও সংস্কৃতি ভালো লেগেছে। খেলোয়াড়দের সঙ্গে আবারও কাজ করতে ও তাদের সাফল্য উপভোগ করতে মুখিয়ে আছি। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, হাথুরুসিংহের সঙ্গে একজন সহকারী কোচও নিয়োগ দেয়া হবে। সংক্ষিপ্ত তালিকায় আছেন পাঁচজন। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে এসে সাক্ষাৎকার দেবেন তাঁরা।

২০১৪ সালে প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে তার। বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের পদ ছেড়ে দেন তিনি।

২০১৪-২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করার আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর হয়েছিলেন শ্রীলঙ্কার কোচও। এরপর ২০২০ সালে আবার অস্ট্রেলিয়ান দলটিতে ফিরে যান তিনি। এবার দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হলেন তিনি। আর এবারও অস্ট্রেলিয়া থেকে কোচের পদ ছেড়ে বাংলাদেশের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে।

২০১৭ সালে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষে পদত্যাগ করেছিলেন হাথুরুসিংহে। এরপর প্রায় ছয় বছর ঘুরেফিরে আবারও দায়িত্বে নিলেন পুরোনো পদে।

প্রথম মেয়াদে দায়িত্বে থাকাকালীন অনেক বিতর্কে জড়িয়েছিলেন হাথুরুসিংহে। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় কিছু সাফল্য এসেছে সেই মেয়াদকালেই। পরপর তিন ওয়ানডে সিরিজ জয়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার সুযোগ হয়েছিল হাথুরুসিংহের সময়েই।

তার সময়ে ওয়ানডের পাশাপাশি টেস্টেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বাংলাদেশ টিম। এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে সেই সফলতার পথকে কতটুকু এগিয়ে নিতে পারেন, সেটিই এখন সময়ের অপেক্ষা।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ