29 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৪

বিএনএ চাঁদপুর: চাঁদপুরের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা মুরাদনগরের কাসুন্দিয়া এলাকার মো. আউয়াল (৫০), একই এলাকার মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), কুমিল্লার মুরাদনগরের মাধবপুরের আল আমিন (৩৫) এবং কুমিল্লার তিতাস এলাকার রঘুনাথপুরের নজরুল (৩৫)।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম।

তিনি বলেন, সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহেদুল ইসলাম।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ