21 C
আবহাওয়া
৯:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » সেন্সর ছাড়পত্র পেল ছবি কালবেলা

সেন্সর ছাড়পত্র পেল ছবি কালবেলা

ছবি কালবেলা

প্রয়াত চিত্রসম্পাদক ও চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলের শেষ ছবি কালবেলা বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির প্রয়াত পরিচালকের স্ত্রী মোবাশ্বেরা খানম৷

তিনি টুটুলের শেষ ছবি সেন্সর সনদ পেতে যারা সহযোগিতা করেছেন বিভিন্ন সময় তাদের সবাইকে ধন্যবাদ জানান৷ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব তাড়াতাড়ি  জন্য প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে৷

তিনি আরও বলেন, এ ছবিতে মুক্তিযুদ্ধের সময়কার এক সংগ্রামী নারীর শত প্রতিকূলতায়ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে।

ছবির মাত্র দুই দিনের শুটিং বাকি রেখে প্রয়াত হন বিশিষ্ট এ চিত্র সম্পাদক। তার অসমাপ্ত কাজ শেষ করেন স্ত্রী মোবাশ্বেরা খানম ও সাইদুল আনাম টুটুলের চলচ্চিত্র টিম৷ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী তাহমিনা অথৈ, অভিনেতা  শিশির, অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশু শিল্পী সিয়াম ও মোরসালিন প্রমুখ।

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করেন সাইদুল আনাম টুটুল।‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প মুক্তিযুদ্ধে এক সংরামি নারীর জীবন যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে। ছবিটি নির্মিত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে।

প্রসঙ্গত, সরকারি অনুদানে ২০০৩ সালে মুক্তি পায় সাইদুল আনাম টুটুল পরিচালিত ছবি ‘আধিয়ার’। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে সম্পাদক হিসেবে কাজ করেছিলেন এই নির্মাতা।

No description available.

ছবিতে: বামে রিপন রহমান খান, ডানে সাইদুল আনাম টুটুল

তিনি ২০১৮ সালের ১৮ ডিসেম্বর প্রয়াত হন।চলচ্চিত্রে চিত্রগ্রহণ করেছেন রিপন রহমান খাঁন৷ প্রধান সহকারিপরিচালক ছিলেন রতন কুমার ভর্মন ও শওকত আলী রানা৷

বিএনএ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ