16 C
আবহাওয়া
৪:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বিএনএ ডেস্ক : রাজধানীর মিরপুর-১ নম্বরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
এতে এ এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ৪ মাস ধরে তারা বেতন পাচ্ছে না।

মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান বলেন, সকাল ৮টা থেকে কোরিয়ান জিনস ম্যানুফেকচারিং কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ