24 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের চারজন নিহত

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের চারজন নিহত


বিএনএ, ময়মনসিংহ:  ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ঠে হয়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার ব্যাটারী চালিত অটোরিকশা চালক জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), জামাল উদ্দিনের দুই শিশু মেয়ে আনিকা আক্তার (৪), মোছা.ফাইজা (৬)।

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, নিহত জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। নিজের বসত ঘরেই অটোরিকশাকে চার্জ দিত। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। জামাল উদ্দিন চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এসময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌড়ে গিয়ে ছেলে ও নাতনীদের ধরতে গেলে তিনিও ঘটনা স্থলে মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ