শনিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।
পরিপত্রে বলা হয়, নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে পোস্টার, হ্যান্ডবিলসহ প্রচারপত্র থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্বেই সরিয়ে ফেলতে হবে। ভোটকেন্দ্রগুলো যাতে অন্ধকার না থাকে সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করতে হবে। ভোটকেন্দ্র হিসেবে স্থাপিত প্রতিষ্ঠানের একটি কক্ষের মধ্যে একাধিক ভোটকক্ষ স্থাপন করা কোনোক্রমেই সমীচীন নয় বলেও পরিপত্রে বলা হয়।
নির্দেশনায় বলা হয়, প্রয়োজন সাপেক্ষে একটি কক্ষের মধ্যে একাধিক ভোটকক্ষ স্থাপন করতে হলে প্রত্যেক ভোটকক্ষের অবস্থান বা এলাকা সুনির্দিষ্টভাবে চট বা চাটাই অথবা অন্য কোনো বস্তু দিয়ে বেস্টনি তৈরি করতে হবে। যাতে করে এক ভোটকক্ষ থেকে অন্য ভোটকক্ষের মধ্যে যাতায়াত করা না যায়।
এছাড়াও বলা হয়, ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু করতে হবে। কোনো ক্রমেই বিলম্বে ভোটগ্রহণ শুরু করা যাবে না। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আনয়নের জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন সে বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সতর্ক করতে হবে।
বিএনএ/ ওজি