19 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মা হারালেন নরেন্দ্র মোদি

মা হারালেন নরেন্দ্র মোদি

মোদি

বিএনএ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায়।

গুজরাটেই বাস করতেন হীরাবেন মোদি। গত বুধবার সন্ধ্যায় মাকে দেখতে দিল্লি থেকে গুজরাটের হাসপাতালে গিয়েছিলেন মোদি। টুইটারে দেয়া এক বার্তায় মোদি বলেছেন, ‘গৌরবময় একটি শতাব্দি এখন ঈশ্বরের পায়ের কাছে।’

বিবিসি বলছে, গুরুত্বপূর্ণ উপলক্ষ এবং উৎসবগুলোতে নরেন্দ্র মোদি আর্শীবাদ পেতে মায়ের কাছে ছুটে যেতেন। গত ৪ ডিসেম্বর শেষবার মোদি ও তার মাকে জনসমক্ষে দেখা গিয়েছিল। সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজ রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচনের সময় তার বাড়িতে গিয়েছিল।

গত ১৮ জুন হীরাবেন মোদির বয়স ৯৯ বছর পার হওয়ার পর মোদি লিখেছিলেন, ‘তার জীবন এবং আত্মত্যাগ তার মন, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসকে ‘গড়ে’ দিয়েছিল।

মোদি লিখেছিলেন, ‘আমার মা যতটা সহজ, ততটাই সাধারণ। ঠিক সব মায়ের মতোই।’

১৯২৩ সালে গুজরাটের মেহসানা জেলার ভিসনগরে জন্মগ্রহণ করেন হীরাবেন।

বিএনএনিউজ২৪/এমএএইচ

Loading


শিরোনাম বিএনএ