20 C
আবহাওয়া
১১:০০ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে চারদিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু

চট্টগ্রামে চারদিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু

চট্টগ্রামে চারদিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে  চারদিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু  হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, , ভবিষ্যৎ প্রজম্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটে। শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করতেই আমাদের এ প্রয়াস।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) ড. বদিউল আলম।

এ মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বইমেলা চলবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ