26 C
আবহাওয়া
৬:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আগামী বছরও বাংলাদেশের অর্থনীতি ভালো যাবে: অর্থমন্ত্রী

আগামী বছরও বাংলাদেশের অর্থনীতি ভালো যাবে: অর্থমন্ত্রী

আগামী বছরও বাংলাদেশের অর্থনীতি ভালো যাবে: অর্থমন্ত্রী

বিএনএ, ঢাকা :অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মহামারি করোনার কারণে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও বাংলাদেশ সূচকে ধনাত্মক প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ অবস্থায় আগামী বছরও বাংলাদেশের অর্থনীতি ভালো যাবে ।
 
বুধবার (৩০ ডিসেম্বর) অনলাইনে সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
 অর্থমন্ত্রী বলেন, আজকের বৈঠকে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব ছিল। আর ক্রয় সংক্রান্ত কমিটিতে প্রস্তাব ছিল আটটি। করোনার জন্য আমাদের এই বছরটি চ্যালেঞ্জিং ছিল।
আগামী বছর অর্থনীতির জন্য কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা সব সময় ভালোটাই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো করে জানেন ২০২০ সালের জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রক্ষেপণ করেছে সারা বিশ্বের অর্থনীতি গতবছরের তুলনায় চার শতাংশ কম হবে। আর এশিয়ার দেশগুলোর জন্য তারা বলেছেন ১ দশমিক ৭ শতাংশ কম হবে। এতে উন্নত দেশগুলোতে সাফারিংটা বেশি হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ