29 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় চট্টগ্রামে জোড়া মৃত্যু, আক্রান্ত ১২৪

করোনায় চট্টগ্রামে জোড়া মৃত্যু, আক্রান্ত ১২৪


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যার মধ্যে  নগরে ১০৫ জন এবং উপজেলায় ১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২১৪ জন।একই সময় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ  তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষায় ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৬৯ টি নমুনা পরীক্ষায় ১৮জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৩৪৪টি নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষায় ৩৯ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষায় ১৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৯টি নমুনা পরীক্ষায় ১৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১৬টি নমুনা পরীক্ষায় ১০ জন,  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৮টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ১২৪ জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগী এখন ৩০ হাজার ২১৪ জন।এদের মধ্যে ২৩ হাজার ৩৫৪জন নগরের ও ৬ হাজার ৮৬০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন ২জন। এতে মৃত্যুর সংখ্যা ৩৫৯ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪০ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ