37 C
আবহাওয়া
৫:১৬ অপরাহ্ণ - মে ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ক্রোয়েশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

ক্রোয়েশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


বিএনএ, বিশ্ব ডেস্ক : ক্রোয়েশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে অন্তত আরো ২৬ জন আহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) সংবাদসংস্থা সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

এক টুইটবার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে জানান, পেট্রিঞ্জা শহরে এক মেয়ে এবং মাজস্কে পোলজানে গ্রামে পাঁচলোক এ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। এ প্রাকৃতিক দুর্ঘটনায় আর অন্তত ২৬জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

এই মর্মান্তিক পরিস্থিতিতে পেট্রিঞ্জা ও আশেপাশের অঞ্চলের নাগরিকদের সহায়তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাবর বোজিনোভিক।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ