বিএনএ বিশ্বডেস্ক : ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের হামলায় ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এর মধ্যে বেত লেহিয়ায় দুটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৫ জন নিহত হয়েছেন।
এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ৩৬৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৪৯২ জন শিশু রয়েছেন। এখনও অন্তত ১১ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। অন্যদিকে এ হামলায় এক লাখ পাঁচ হাজার ৭০ জন আহত হয়েছেন।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের ৭ অক্টোবরে হামলা চালিয়ে গোষ্ঠীটি প্রায় ২৫০ জনকে জিম্মি করে। তাদের মধ্যে যুদ্ধবিরতির অধীনে বেশকিছু জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা।
জাতিসংঘের হিসাব মতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।
বিএনএ/ওজি/শাম্মী