16 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ৬ যানবাহন ভাঙচুর

খাগড়াছড়িতে ৬ যানবাহন ভাঙচুর


বিএনএ, খাগড়াছড়ি: বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসসহ অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক যাত্রী।

বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গা বাইল্যাছড়ির যৌথ খামার নামক এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহত যাত্রী ও চালকরা জানায়, সমতলের বিভিন্ন স্থান খাগড়াছড়ি উদ্দেশে ছেড়ে আসা গাড়িগুলো বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পৌঁছালে ৫০/৬০ জনের একটি দল রাস্তায় গাড়ির গতিরোধ করে লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপ করে অন্তত ১৫টি বাস, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি ও একটি তেল বোঝাই গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় ব্যাপক বোমাবাজির করে দুর্বৃত্তরা। এতে যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কমল ধরের দাবি একটি বাস ভাঙচুর করা হয়েছে। ওসি বলেন, সড়কের নিরাপত্তা পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ