14 C
আবহাওয়া
১১:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ১০ মাস পর জাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

১০ মাস পর জাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি


বিএনএ, জাবি : দীর্ঘ ১০ মাস পরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১০ টায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক যুক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ১০০ জনকে সহ-সভাপতি, ১১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৬৫ জনকে সহ-সম্পাদক করা হয়েছে।

প্রসঙ্গত, এবছরের ৩ জানুয়ারি জাবি শাখা ছাত্রলীগের মাত্র দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। এতে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচের (২০১২-১৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও দর্শন বিভাগের ৪৩ ব্যাচের (২০১৩-১৪) শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়।

বিএনএ/সানভীর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ