17 C
আবহাওয়া
১২:০১ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সমৃদ্ধি অর্জনে এগিয়ে চলছে বাংলাদেশ-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সমৃদ্ধি অর্জনে এগিয়ে চলছে বাংলাদেশ-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক

নিউইয়র্ক, (৩০ নভেম্বর) :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জনের মাধ্যমে সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় শামিল হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে এগিয়ে আসার আহ্বান।

মন্ত্রী গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম। তাই বর্তমান সরকার তাঁদের যথাযথ সম্মান প্রদানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, মন্তব্য করে তিনি দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এসময় উপস্থিত ছিলেন।

Loading


শিরোনাম বিএনএ