29 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৩১, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু 

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু 


বিএনএ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু  জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন।   এ সময়ে নতুন করে এক হাজার ১৫৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুইজন চট্টগ্রাম জেলা ও একজন ঢাকা সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৯৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহীতে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ