14 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » নোয়াখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত তরুণীর মৃত্যু

নোয়াখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত তরুণীর মৃত্যু


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মারা গেছে এক তরুণী। বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ আগুন লাগার কোনো কারণ জানাতে পারেনি। তবে আগুন লাগার ঘটনাটি রহস্যজনক বলছেন স্থানীয়রা।

নিহত স্মৃতি আক্তার (১৮) একই ইউনিয়নের গাজীর বাড়ির কামাল হোসেনর মেয়ে। তিনি শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্মৃতির বাবা একজন প্রবাসী। সে বাড়ির একটি ঘরে একা থাকতেন। পার্শ্ববর্তী ঘরে থাকতেন তার সৎ মা আফরোজা বেগম। বুধবার ভোর ৫টার দিকে স্থানীয়রা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দেখেন আগুন জ্বলছে। দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ওই সময় ঘরে থাকা স্মৃতি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

তিনি বলেন, এখনও অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ