বিএনএ ডেস্ক : প্রবল বৃষ্টিপাতের কারণে স্পেনে আকস্মিক বন্যায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে।বুধবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানায় ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বন্যার পানি জলাবদ্ধতা সৃষ্টি করছে, সেতু ভেঙে পড়ছে এবং রাস্তায় গাড়ি টেনে নিয়ে যাওয়া হচ্ছে। একটি ভিডিওতে মানুষকে ভেসে যাওয়া থেকে বাঁচতে গাছ আঁকড়ে থাকতে দেখা গেছে।
স্প্যানিশ আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ভ্যালেন্সিয়া অঞ্চলের চিভায় মঙ্গলবার মাত্র আট ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা এক বছরের বৃষ্টিপাতের সমান।
বিবিসি বলছে, রেডিও এবং টিভি স্টেশনগুলো বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকদের কাছ থেকে সাহায্যের জন্য বা প্রিয়জনদের সন্ধান করার জন্য শত শত কল পেয়েছে বলে জানা গেছে। জরুরি পরিষেবাগুলো অনেক এলাকায় পৌঁছাতে পারছে না।
স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ একটি পোস্টে বলেছেন, তিনি উদ্বেগের সাথে নিখোঁজদের তথ্য অনুসন্ধান করছেন। প্রত্যেকের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো উচিত।
বিএনএ/ওজি/এইচমুন্নী