ঢাকা : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এখন বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। বিভিন্ন ভাষাভাষী নৃ-গোষ্ঠীসহ এখানকার সকল অধিবাসীর জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার(২৯ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডর Michael Miller -এর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে বৈষম্যহীন করে গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ সরকার গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করে উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান।
মাল্টিমিডিয়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলের ছাত্রছাত্রীদের পড়ালেখার মান বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনমানের সার্বিক উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পে ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর উপদেষ্টা বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া সুশাসন, পরিবেশবান্ধব ট্যুরিজম, সমউন্নয়ন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ, মানবাধিকার রক্ষা ইত্যাদি বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন আরো ঘনিষ্টভাবে কাজ করতে পারে বলে উপদেষ্টা ও এম্বাসেডর একমত পোষণ করেন।
ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাথে আলোচনাকালে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডর Michael Miller, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ২৪, এসজিএন