বিএনএ, বিশ্বডেস্ক : কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দপ্তর বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। মার্কিন টিভি চ্যানেল সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, বর্তমানে গাজায় আটকে থাকে ইসরাইলি বন্দীদের মুক্তি এবং উত্তেজনা নিরসনের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখা জরুরি। দোহায় হামাসের দপ্তর উত্তেজনা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে তিনি জানান। গত সেপ্টেম্বরের উত্তেজনা নিরসনেও এই দপ্তরের ভূমিকা ছিল বলে আনসারি উল্লেখ করেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সমস্যা সমাধানের ক্ষেত্রে দোহায় অবস্থিত হামাসের দপ্তর অত্যন্ত কার্যকরী একটি চ্যানেল। এটাকে বন্ধ করে দিলে হামাসের হাতে আটক ইসরাইলি বন্দীদের মুক্তির সুযোগ হাতছাড়া হবে।
গাজায় ইসরাইলের স্থল অভিযান বন্দী মুক্তির বিষয়ে কাতারের প্রচেষ্টাকে কঠিন করে তুলেছে বলে জানান এই মুখপাত্র।
বিএনএনিউজ/এইচ.এম।