24 C
আবহাওয়া
১২:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি

ফেনীতে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি

ফেনীতে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতি

বিএনএ, ফেনী:  ফেনীর সোনাগাজী উপজেলায় স্বর্ণকারকে কুপিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানি অর্জন চন্দ্র দাস গুরুত্বর আহত হন।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দ্যাইয়ান নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে জোহরের নামাজের সময় হঠাৎ দুই মোটরসাইকেলযোগে পাঁচ-ছয়জন সশস্ত্র অবস্থায় জমাদার বাজারের স্বর্ণের দোকান অর্জুন শিল্পালয়ে ঢুকে পড়ে। এ সময় দোকানি অর্জুন চন্দ্র দাসকে কুপিয়ে জখম করে তারা। দোকানের শোকেচ ভেঙে স্বণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা দোকানিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, জোহরের নামাজের সময় নীরবতা পেয়ে ডাকাতদল পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। চরদরবেশ ইউনিয়নের দিকে থেকে ডাকাত দল এসে আবার সে দিকে চলে যাওয়ার খবর পেয়েছি।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দ্যাইয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ