বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৮০ জন।হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৩ হাজার ৩৮৫ জন রোগী।
চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৫১ জনে এবং তাদের মধ্যে মোট ১৩৬ জন মারা গেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।