27 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » প্রাথ‌মিক বিদ্যালয় চলবে এক শিফটে

প্রাথ‌মিক বিদ্যালয় চলবে এক শিফটে

প্রাথ‌মিক বিদ্যালয়

বিএনএ ডেস্ক: সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে। এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান। ২০২৩ সালের জানুয়া‌রি থেকে সারাদেশে এটি কার্যকর করা হ‌বে।

রোববার (৩০ অক্টোবর) স‌চিবালয়ে ব্রি‌ফিংয়ে তিনি এ তথ্য জানান। স‌চিব বলেন, দে‌শের সকল প্রাথ‌মিক বিদ্যালয়কে এক শিফটে আনার প‌রিকল্পনা কর‌ছি। সারাদেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে।

আমিনুল ইসলাম বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে এক শিফট চাল‌ু করা হবে।

সচিব বলেন, ‘আমাদের এক কক্ষ, দুই কক্ষ ও তিন কক্ষের স্কুলও আছে। এই দুই কক্ষে তো আসলে ছয়টা ক্লাস চালানো সম্ভব না। আর রাতারাতি আমরা ভবনও নির্মাণ করতে পারছি না। আমরা ছাত্র ও শিক্ষকসংখ্যা সবকিছু বিবেচনা করে দেশের সব স্কুলকে এক শিফটে আনার পরিকল্পনা করেছি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ