21 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ICC MEN’S T20 WORLD CUP 2022: পয়েন্ট তালিকা

ICC MEN’S T20 WORLD CUP 2022: পয়েন্ট তালিকা

ICC MEN'S T20 WORLD CUP 2022: পয়েন্ট তালিকা

Bna Sports Desk: আইসিসি মেনস টি২০ ওয়ার্ল্ডকাপ ২০২২ অস্ট্রেলিয়া ( ICC MEN’S T20 WORLD CUP 2022) এর রবিবারের(৩০অক্টোবর) খেলায়  বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩ রানে জয় পেয়েছে। 

এর আগে জিম্বাবুয়ের এই দলটি শক্তিশালী পাকিস্তান দলকে হারিয়ে বিশ্বকাপে রেকর্ড সৃষ্ঠি করেছে। রুদ্ধশ্বাস বাংলাদেশ- জিম্বাবুয়ে( BANGLADESH VS ZIMBABWE) ম্যাচে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে ১৪৭ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে ৩ রানে জিতলো বাংলাদেশ। শেষ বলে যখন ৪ রান দরকার ফ্রি হিট পেয়েও জিততে পারে নি জিম্বাবুয়ে।

ICC MEN’S T20 WORLD CUP 2022: পয়েন্ট তালিকা

ICC MEN’S T20 WORLD CUP 2022: পয়েন্ট তালিকায় গ্রুপ-২ এ ইন্ডিয়া ২ খেলায় ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ ৩ খেলায় ৪পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে। আজকের পাকিস্তান বনাম নেদারল্যান্ডের খেলায় যেই জিতুক তারা গ্রুপের পয়েন্ট তালিকায় ৫ ও ৬ নম্বরে থাকবে। এই ম্যাচটি উভয়ের ৩য় খেলা এবং ইজ্জত বাঁচানোর ম্যাচ।কারণ আগের ২খেলায় তারা কোন পয়েন্ট পায় নি।

আরও পড়ুন : বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলার খবর

বাংলাদেশের নাটকীয় জয়

জিম্বাবুয়েকে ১৫১ রানের টার্গেট দিল বাংলাদেশ

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ