18 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ১০

বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণ, নিহত ১০


বিএনএ, বিশ্বডেস্ক : ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়। এ ঘটনায় আরও অন্তত: ২০ জন আহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা বিভাগ জানায়, শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে গাড়ির সঙ্গে সংযুক্ত বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এর ফলে ঘটনাস্থলের কাছেই থাকা একটি গ্যাসের ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে। নিহতরা অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামের অপেশাদার খেলোয়াড়।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা
বাহিনী বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ