22 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চমেক ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

চমেক ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

চমেক হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় প্রথম দুই পক্ষের মধ্যে ছাত্রাবাসে সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ।

জানা যায়, আহত হওয়া তিনজন হলেন- মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০)। এদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসন চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ