বিএনএ, ঢাকা: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া শাহ আমানত ফেরি থেকে পড়ে ডুবে যাওয়া যানবাহন উদ্বারে কাজ করছে উদ্ধারকারি জাহাজ রুস্তম।
শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উদ্ধারকারি জাহাজ হামজার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে ‘রুস্তম’। বিষয়টি জানিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন।
তিনি জানান, চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এ কাজে যোগ দিয়েছে ‘রুস্তম’। ডুবন্ত যানবাহনগুলো উদ্ধার শেষে ফেরি উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানে সকাল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১২টি ট্রাক-কার্ভাডভ্যান ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উল্লেখ, গত বুধবার পাটুরিয়া ঘাটে ফেরির তলা ফেটে শাহ আমানত ফেরি উল্টে যায়। উদ্বারকারি জাহাজ হামজা ৩ দিনে শুক্রবার দুপুর দেড় টা পর্যন্ত ১০টি বড় যানবাহন ও একটি মটর বাইক উদ্বার করতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে দুপর দেড়টা পর্যন্ত উদ্বারকারি দল একটি পণ্যবাহী ট্রাক উদ্বারের কাজ শেষ করতে পারেনি। ৭ ঘণ্টায় একটি ট্রাক উদ্বার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চালক ও ট্রাক মালিকরা।
বিএনএ/এমএফ