18 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » পাটুরিয়ায় হামজার সঙ্গে উদ্ধারকাজে রুস্তম

পাটুরিয়ায় হামজার সঙ্গে উদ্ধারকাজে রুস্তম

ফেরি ডুবি, তৃতীয় দিনের উদ্ধারকাজ চলছে

বিএনএ, ঢাকা: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া শাহ আমানত ফেরি থেকে পড়ে ডুবে যাওয়া যানবাহন উদ্বারে কাজ করছে উদ্ধারকারি জাহাজ রুস্তম।

শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উদ্ধারকারি জাহাজ হামজার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে ‘রুস্তম’। বিষয়টি জানিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন।

তিনি জানান, চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এ কাজে যোগ দিয়েছে ‘রুস্তম’। ডুবন্ত যানবাহনগুলো উদ্ধার শেষে ফেরি উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানান, উদ্ধার অভিযানে সকাল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১২টি ট্রাক-কার্ভাডভ‌্যান ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উল্লেখ, গত বুধবার পাটুরিয়া ঘাটে ফেরির তলা ফেটে শাহ আমানত ফেরি উল্টে যায়। উদ্বারকারি জাহাজ হামজা ৩ দিনে শুক্রবার দুপুর দেড় টা পর্যন্ত ১০টি বড় যানবাহন ও একটি মটর বাইক উদ্বার করতে সক্ষম হয়। শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে দুপর দেড়টা পর্যন্ত উদ্বারকারি দল একটি পণ্যবাহী ট্রাক উদ্বারের কাজ শেষ করতে পারেনি। ৭ ঘণ্টায় একটি ট্রাক উদ্বার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চালক ও ট্রাক মালিকরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় ট্রাকচাপায় নিহত ৩ কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন