29 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২১ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশিনার (উন্নয়ন) মোহামম্মদ মিজানুর রহমান। তার সাথে ৩ জন সহকারি কমিশনার নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ শরিফ উল্ল্যাহ রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। ৩১টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থীর পোলিং এজেন্ট নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছে। এবারের নির্বাচনে ৯ হাজার ১১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আাগামী ৩ বছরের জন্য পরিচালনা কমিটি গঠন করবেন।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রফেসর এম.এ তাহের খান ও জেনারেল সেক্রেটারি পদে রেজাউল করিম আজাদের নেতৃত্বে একটি প্যানেল এবং প্রেসিডেন্ট পদে ডা. আঞ্জুমান আরা ইসলাম ও জেনারেল সেক্রেটারি পদে ডা. আরিফুল আমিনের নেতৃত্বে আরেকটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছেন। এর বাইরে সদস্য পদে ৭জন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিচ্ছেন।

তাহের খান-রেজাউল করিম আজাদ প্যানেল থেকে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা হলেন- ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী, ডা. মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা.কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার লায়ন ড.মোহাম্মদ সানাউল্ল্যাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মো. আহছান উল্ল্যাহ, মেম্বার পদে যথাক্রমে ডা. আবু তৈয়ব, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা.কামরুন নেসা রুনা, এম.জাকির হোসেন তালুকদার, এএসএম জাফর, ডা.মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, ডা.নাসির উদ্দিন মাহমুদ, ডা.ফজল করিম বাবুল, মো.হারুন ইউসুফ ও মোহামম্মদ শহীদ উল্ল্যাহ।

ডা. আঞ্জুমান আরা ইসলাম ও ডা. আরিফুল আমিন প্যানেল থেকে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা হলেন- ভাইস প্রেসিডেন্ট পদে আবুল হোসেন, ডা.এম মাহফুজুর রহমান, ডা.মো.পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মিসেস রেখা আলম চৌধুরী, ট্রেজারার মো.আনোয়ারুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার ডা.মোহাম্মদ লিয়াকত আলী ভুইয়া, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি মো.জাহিদুল হাসান, মেম্বার পদে যথাক্রমে ইয়াছিন চৌধুরী, ওসমান গণি মনসুর, ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, গোলাম বাকী মাসুদ, ছৈয়দ ছগীর আহমদ, নাজমুল হক ডিউক, মো.নজরুল করিম চৌধুরী, সৈয়দ নুর নবী লিটন, রাশেদুল আমিন রাশেদ, ডা. হোসেন আহম্মদ ও লায়ন ডা.দুলাল দাশ।

এদিকে ভাইস প্রেসিডেন্ট (ডোনার) পদে অন্যকোন প্রার্থী না থাকায় সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) পদে সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন তাহের খান-রেজাউল করিম আজাদ প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালিত হয় একটি কার্যনির্বাহী কমিটির দ্বারা। সদস্যদের ভোটে এ কমিটি নির্বাচিত হয়ে থাকে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ