বিএনএ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,‘গোয়াতে নতুন সকাল আনতে হবে। আমিও গোয়ার সন্তান। আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি। তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়।
তিনি শুক্রবার(২৯ অক্টোবর) বিজেপিশাসিত গোয়ায় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে এ কথা বলেন।
তিনি বলেন,আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি। একটা সুযোগ তৃণমূল কংগ্রেসকে দিন। ‘টিএমসি’র অর্থ ‘টেম্পল-মস্ক- চার্চ’। নাগরিক সমাজ আমাদের দলে যোগ দিন।
মমতা বলেন, ‘আপনারা আমাদের বিশ্বাস করলে, আমরা লড়তে তৈরি আছি। বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত। গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধপরিকর। কোনওরকম বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’
মমতা বিজেপি’র সমালোচনা করে বলেন, ‘ত্রিপুরাতে আমরা গেলে মারধর করা হচ্ছে। অসমে, উত্তর প্রদেশে আমার এমপিদের ঢুকতে দেওয়া হচ্ছে না। গোয়ায় আমার পোস্টার বিকৃত করে দেওয়া হয়েছে। এরকম করলে তো ওরা মুছে যাবে।’
বিএনএ/ওজি