29 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৫
Bnanews24.com
Home » প্রতীক ছাড়াই এনসিপির নিবন্ধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন

প্রতীক ছাড়াই এনসিপির নিবন্ধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন

১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসছে ইসি

বিএনএ, ঢাকা : প্রাথমিক শর্ত পূরণ করায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে দুটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপির নিবন্ধন চূড়ান্ত করা হলেও দলটিকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। তবে ইসি জানিয়েছে, প্রতীক নিশ্চিত করতে চিঠি দেওয়া হবে দলটিকে।

এর আগে এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছিল। কিন্তু গত সপ্তাতে ইসি যে রাজনৈতিক দলের প্রতীকের গেজেট করেছে সেখানে শাপলা প্রতীক নেই। যে কারণে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করলেও দলটির প্রতীক এখনো নির্ধারিত হয়নি।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এনসিপি ও জাতীয় লীগের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হলেও আরও তিনটি দলের বিষয় অধিকতর পর্যালোচনা করছে ইসি।

এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)

এছাড়া আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ এই নয়টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নেবে ইসি।

অন্যদিকে, দ্বিতীয় ধাপের শর্ত পূরণ করতে না পারায় জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টিসহ সাতটি দলের নিবন্ধন আবেদন মঞ্জুর করেছে ইসি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ইসি নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে। এতে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। সেখানে প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিল ২২টি রাজনৈতিক দল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ