29 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৫
Bnanews24.com
Home » বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০

বেলুচিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১০


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।আহত হয়েছেন অন্তত ৩২ জন।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান,  ‘আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করেছে।’

কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালুচ বলেন, ‘বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে এফসি সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।’

সম্প্রতি পাকিস্তানে হামলার মাত্রা আগের তুলনায় বেড়েছে। গত ৩ সেপ্টেম্বর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। এর আগেও খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছে।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ