29 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৫
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ১৪৪ ধারার মাঝেই চলছে অবরোধ

খাগড়াছড়িতে ১৪৪ ধারার মাঝেই চলছে অবরোধ


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত থাকার মাঝেই চলছে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। শহরে ছোটখাটো যানবাহন চললেও দূরপাল্লার কোনও যানবাহন শহর ছেড়ে যায়নি বা শহরে প্রবেশ করেনি। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কড়া নিরাপত্তাব্যবস্থায় খাগড়াছড়ি ছেড়েছেন আটকা পড়া পর্যটকরা।

খাগড়াছড়ি শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান করছেন। সড়কে মানুষের হাঁটাচলাও তেমন নেই। একাধিক ব্যক্তি একসঙ্গেই দেখলেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। গতকাল সোমবার থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, পাহাড়ি এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বেশ কয়েকদিন ধরে উত্তাল খাগড়াছড়ি। এই ঘটনায় গুইমারায় সংগঠিত সংঘর্ষে ৩ জন মারা যায়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা বুঝে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেছেন।

ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ