বিএনএ বিশ্বডেস্ক: লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) বোমা হামলায় ১০৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় তিন শতাধিক মানুষ। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারাদিন নিরলস ইসরায়েলি বোমাবর্ষণে ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলবে একটি হামলায় দুটি আবাসিক ভবন সম্পূর্ণ গুড়িয়ে গেছে এবং সেখানে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন ৬ হাজারের বেশি নাগরিক। এছাড়া, বাস্ত্যচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি। মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাইতুনের উপকূল এলাকায় খোলা আকাশ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।
লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। আইডিএফকে আরো সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিএনএ/ ওজি