বিএনএ, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হলেন।শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ ৩২ বছর আট মাসের চাকরিজীবনের ইতি টেনে অবসরজনিত ছুটিতে গেলেন খন্দকার গোলাম ফারুক।
নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ করার পর বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে হাবিবুর রহমানকে ডিএমপি’র কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিএনএ/ ওজি