25 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রোববার ফেনী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার ফেনী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার ফেনী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ফেনী: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি ছাগলনাইয়ায় আসছেন রোববার (১ অক্টোবর)। বিকেলে শহীদ মিনার চত্ত্বরে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

জনসভায় অতিথি হিসেবে থাকবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

আরও পড়ুন: ভিসা নীতিতে আওয়ামী লীগ বিচলিত নয় বরং টেনশনে আছে বিএনপি- কুজেন্দ্র লাল ত্রিপুরা

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করা ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে এ জনসভা আহবান করা হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ