25 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দ্রততম ৩ হাজার রানের ক্লাবে বাবর আজম

দ্রততম ৩ হাজার রানের ক্লাবে বাবর আজম

৩ হাজার রানের ক্লাবে বাবর আজম

বিএনএ ডেস্ক: দ্রুততম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের ক্লাবে বাবর আজম। বিরাট কোহলির করা রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তান অধিনায়ক। ৮১তম ইনিংসে এ মাইলফলক ছুঁলেন বাবর, কোহলিরও লেগেছিল সমান ইনিংস।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজের ষষ্ঠ ম্যাচে এ রেকর্ড গড়েন বাবর। আগে ব্যাটিং করে পাকিস্তানের ৬ উইকেটে ১৬৯ রানের সংগ্রহে বাবর খেলেন ৫৯ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস। ৪১ বলে ফিফটি করার পর রিচার্ড গ্লিসনকে ছয় মেরে কোহলিকে ছুঁয়ে ফেলেন বাবর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান পূর্ণ করলেন বাবর। কোহলি ছাড়াও ৩ হাজার রানের ক্লাবে আছেন ভারতের রোহিত শর্মা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ৩ হাজার রান ছুঁতে গাপটিলের লেগেছিল ১০১ ইনিংস, রোহিতের ১০৮ ইনিংস ও স্টার্লিংয়ের লেগেছিল ১১৩ ইনিংস।

এর আগে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ও ২ হাজার ৫০০ রানের রেকর্ডও ছিল বাবরের। ২ হাজার রান ছুঁতে তাঁর লেগেছিল ৫২ ইনিংস। অবশ্য বাবরের সঙ্গে যৌথভাবে সে রেকর্ড তাঁরই ওপেনিং সঙ্গী মোহাম্মদ রিজওয়ানেরও। এখানে কোহলির লেগেছিল ৫৬ ইনিংস। আর ২৫০০ রান পূর্ণ করতে বাবরের লেগেছিল ৬২ ইনিংস।

টি-টোয়েন্টিতে দ্রুততম হিসেবে ১ হাজার রানের মাইলফলকের রেকর্ডটি যৌথভাবে ইংল্যান্ডের ডেভিড ম্যালান ও চেক প্রজাতন্ত্রের সাবাউন ডাজিভির। দুজনেরই লেগেছিল ২৪ ইনিংস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৬৯৪ রান রোহিত শর্মার।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ